1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচশ’ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা এক সড়কে দুই জেলার মানুষের দুর্ভোগ সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু নবীগঞ্জে সেতুর অভাবে ২৫ হাজার মানুষের দুর্ভোগ সিলেট-ঢাকা মহাসড়কের অদূরে মিলল বৃদ্ধের লা শ শ্রীমঙ্গলে আমাসুফ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পথ শিশুদের লার্নিং সেন্টার উদ্বোধন আজমিরীগঞ্জ প্রেসক্লাবে গণতান্ত্রিক পক্রিয়ায় সদস্য নির্বাচন অনুষ্ঠিত  জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা জুয়েল গ্রেফতার কলিম উদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনায় ছাতক উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার পর ফের সচল নবীগঞ্জের ২ ইটভাটা

ভয়ংকর সেই রাতের বর্ণনা দিলেন সাইফ, কী ছিল কারিনার অবস্থান?

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ ভিউ

বিনোদন ডেক্সঃ সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে গত ১৬ই জানুয়ারি আচমাই হানা দেয় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। সন্তান জেহর ন্যানির চিৎকারে ঘর থেকে বেরিয়ে আসেন এ অভিনেতা।

আততায়ীর সঙ্গে হাতাহাতির ফলস্বরূপ নবাব পুত্র ছুরিকাঘাতে জখম হন। এর পরপরই সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে অপারেশন করেন চিকিৎসকরা। গোটা এক সপ্তাহ পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিসাইফ আলি খানের বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনায় অনেকে যেমন দুঃখ প্রকাশ করেছেন তেমন অনেকে অভিনেতার স্ত্রী কারিনা কাপুর খানেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকের মতে, নিশ্চয়ই কারিনা সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়িতে এত কিছু ঘটল, কিন্তু তিনি কোথায় ছিলেন? তিনি কি আদৌ বাড়িতে ছিলেন?

বিষয়টি নিয়ে শুরু থেকে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন সাইফ। কারিনা সম্পর্কে অভিনেতা বলেন, সেদিন কারিনা ডিনার করার জন্য বাইরে গিয়েছিল। আমার পরদিন সকালে কিছু কাজ ছিল বলে আমি বাড়িতেই ছিলাম। আমি যাইনি। ও ফিরে আসার পর আমরা কিছুক্ষণ গল্প করি এবং শুয়ে পড়ি। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চিৎকার শুনতে পাই, কেউ একজন জেহর ঘরে ঢুকেছে ছুরি হাতে। টাকা চাইছে।

সাইফ বলেন, চিৎকার শুনেই আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং লোকটিকে ঘর থেকে বের করার চেষ্টা করি। ধস্তাধস্তি হওয়ায় আমার পিঠে, কব্জিতে এবং ঘাড়ে আঘাত লাগে। আমি যখন হাতাহাতি করছিলাম তখন কারিনা জেহকে নিয়ে তৈমুরের ঘরে চলে যায়।

সাইফ আরও বলেন, কারিনা শুধু আমাকে নয়, বাচ্চা দুটোকেও সঙ্গে করে বাড়ি থেকে বেরিয়ে আসে। ও ভয় পাচ্ছিল, যদি ওই লোকটা বা লোকটার অন্য কোনও সঙ্গী বাড়িতে থাকে তাহলে বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যাবে। আমরা কোনওরকমে সিঁড়ি দিয়েই নিচে নামছিলাম। কারিনা ক্যাব, রিক্সা, অটোর জন্য চিৎকার করছিল। আমার পিঠে তখন অসহ্য যন্ত্রণা করছিল।

নবাবপুত্র বলেন, বেবো বাচ্চাদুটোকে দিদির বাড়িতে রেখে আমাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল। বারবার পাগলের মতো সবাইকে ও ফোন করছিল, কিন্তু কেউ একবারও ফোন ধরেনি। আমি তখন বললাম, আমি ঠিক আছি। আমি মরবো না। সবশেষে একটা অটো ধরে আমরা চারজনেই হাসপাতাল পৌঁছে যাই।

প্রসঙ্গত, অভিনেতার উপর যে হামলা করেছিল সেই ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। দীর্ঘদিন বিজয় দাস নামের ভুয়া পরিচয় নিয়ে ভারতে থাকছিল ওই ব্যক্তি। আপাতত পুলিশের হেফাজতে রয়েছে বিজয় ওরফে শরিফুল।নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com