মো:রবি উদ্দিন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি সড়ক ও ছড়া দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ এনে নির্মিত বিল্ডিং উচ্ছেদ ও জনৈক আইয়ুব আলী কর্তৃক প্রতিবাদী গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কাওসার মিয়া, আহাদ মিয়া, কালাম মিয়া, রাসেল আহমেদ, ইউনুস মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাদে আলিশা গ্রামের আইয়ুব আলী নামে এক ব্যক্তি সরকারি রাস্তা ও আলীয়া ছড়া দখল করে দুইতলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেন। আমরা গ্রামবাসী এই বিল্ডিং নির্মাণের প্রতিবাদ করলে দখলবাজ আইয়ূব আলী গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা করেন। এতে গ্রামের কয়েকজন মানুষ আহত হন। আমরা এ হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার এবং এবং নির্মিত বিল্ডিং উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আইয়ুব আলী জানান, আমার ব্যাপারে আনিত অভিযোগ মিথ্যা। আমার ক্রয়কৃত বৈধ জমিতে আমি বিল্ডিং নির্মাণ করেছি। সব ধরনের বৈধ কাগজপত্র আমার কাছে আছে। অনুষ্ঠিত মানববন্ধনে এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নিয়ে প্রতিবাদ জানান।
Leave a Reply