1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয়: রুহুল কবির রিজভী

  • আপডেটের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৩ ভিউ

বার্তা ডেস্ক :: অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেওয়ার চেষ্টা করে।

(১০ মার্চ) সোমবার দেশজুড়ে সম্প্রতি ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, মাগুরার শিশুটি যদি তার আত্মীয়ের বাড়িতে নিরাপদ না থাকে, তাহলে কোথায় নিরাপদ হবে। যে শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ থাকবে।

এখন কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই উল্লেখ করে রিজভী বলেন, আজকে স্কুলে গেলে ক্ষত-বিক্ষত হয়ে ফিরবে, না সুস্থভাবে ফিরবে সেই নিশ্চয়তা নেই।

রিজভী বলেন, এখন তো শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেই। তাহলে কারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত? আমি প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, এখন যুবলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি নেই, তাহলে কীভাবে এগুলো হচ্ছে।

দেশের প্রশাসন ঠিক থাকলে সমাজে ধর্ষণ, খুন, দুর্নীতির প্রচার ঘটতো না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রশাসনের অনেকে বঞ্চিত ছিলেন। আজকে তো সেই বঞ্চনা ঘুচেছে। অনেকে পদোন্নতি পেয়েছেন। ডাবল পদোন্নতি পেয়েছেন। তাহলে আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল, সেটা তো থাকার কথা নয়। কিন্তু এরপরও ওয়ার্ড, থানায় আপনার প্রশাসনের কর্তৃত্ব ঠিকমতো হচ্ছে না কেন? এটা তো বড় প্রশ্ন। এর দায় তো যাবে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে।

রিজভী আরও বলেন, আমরা যদি কোনো অভিযোগ দেই অন্তর্বর্তী সরকার সেটা ব্যক্তিগতভাবে নেয়। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে।

বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, অথচ তাদের থাকার কথা ক্লাসে ও লাইব্রেরিতে। বিগত দিনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদের অনেক অবদান রয়েছে। তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। ছাত্রদের কথামতো চললে, কী করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে?

দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমরা সরকারের কাছে বলতে চাই, দ্রুততম সময়ে আছিয়ার ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের পরিচালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মি আক্তার প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com