মাসুদ আহমদ শিকদারঃ নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিব কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সেই মর্মে ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন। নোটিশে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকে, বিতর্কিত কর্মকাণ্ড দ্বারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারকে বহিস্কারের দাবি জানিয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে আবেদন করেছেন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে তিনি এ ব্যাপারে সরাসরি ইমেইল করেন। এছাড়াও তিনি অভিযোগের কপি অবগতির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিবকে অনুলিপি প্রেরণ করেন। গতকাল সোমবার বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে তাকে লিখিত ভাবে শোকজ নোটিশ পাঠানো হয়।
Leave a Reply