বাদল আহমেদ, নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সঈদপুর বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি রমজান আলীর সভাপতিত্বে মোঃ শাকির আলী ও ইউনিয়ন সেক্রেটারী হোসাইন আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও সিলেট মহানগর শাখার সেক্রেটারী, হবিগঞ্জ ১ আসনের সম্ভাব্য প্রার্থী মোঃ শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তরবিয়ত সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ঈসমাইল হোসেন জসীম,উপজেলা সহকারী সেক্রেটারী এম.এ মুসা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান আলী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে চায়। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি করে আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।প্রত্যেক কর্মীকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
https://websites.co.in/refer/168184
এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা আলী আক্কাস মোল্লা, নবীগঞ্জ উপজেলা পশ্চিম ইসলামী ছাত্রশিবির সভাপতি মাহদি খান আদিল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল মোঃ শাকির আলী, আমেরিকা প্রবাসী এম.এ আলী,পর্তুগাল প্রবাসী নজরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply