1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

শহরের বিভিন্ন ফুড কারখানাগুলোতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

  • আপডেটের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪১ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ হবিগঞ্জ শহরের বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জের ইতিহাসে প্রথমবার অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রথমে আনোয়ারপুর বাইপাস রোডস্থ এলাকায় জয়দীপ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান করা হয়। অভিযান পরিচালনাকালে আনোয়ারপুর বাইপাস এলাকার জয়দীপ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপী উৎপাদন, মিষ্টি ও জিলাপী উপকরণ লেবেল বিহীন সংরক্ষণ করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২ ক, ৩৩ ধারা লংঘন করায় উক্ত আইনে নিয়মিত মামলা দায়ের করে প্রসিকিউশন রিপোর্ট দাখিলের নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে মেসার্স বিসমিল্লাহ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, কামড়াপুর বাইপাস রোডস্থ বেলাল আহমেদের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি উৎপাদন, বিস্কুট ও উপকরণ লেবেল বিহীন সংরক্ষণ করা হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২ ক, ৩৩ ও ৩৬ ধারা লংঘন করায় উক্ত আইনে নিয়মিত মামলা দায়ের করে প্রসিকিউশন রিপোর্ট দাখিলের নির্দেশনা প্রদান করা হয়। তারপর চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ি রোডস্থ মেসার্স শাহজালাল ওয়েল মিল, চৌধুরী বাজারস্থ মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজ (পাইকারী ফল বিক্রেতা), হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মেসার্স আদি গোপাল আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। এই তিন প্রতিষ্ঠানের পরিবেশ সহ সার্বিক দিক পর্যাবেক্ষণ করে যে বিষয়টি সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলতি হয় সেই বিষয়ে উপস্থিত মালিকপকে সতর্ক করা হয়। মেসার্স আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের বিএসটিআই এর সার্টিফিকেট নবায়ন না থাকায় সেই বিষয়ে আগামী সাত কার্য দিবসের মধ্যে নবায়ন করে লিখিতভাবে আদালতকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এখানে উল্লেখ যে, প্রত্যেক প্রতিষ্টানের লাইসেন্স সঠিক পাওয়া যায়। অভিযানকালে প্রত্যেক প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর অপরাধ দন্ড ও পূনঃ অপরাধের দন্ড এর রঙ্গিন লিফলেট বিতরণসহ নিরাপদ খাদ্য আইনে উল্লেখিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রতিপালনে সর্তকীকরণ করা হয়। সর্তকীকরণ বিষয়ে নিরাপদ খাদ্য আদালতের পরবর্তী অভিযানে ত্রুটি বিচ্যুতি পরিলতি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা মর্মে সতর্ক করা হয়। এ ছাড়াও অভিযানে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লাহ, র‌্যাব-০৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর ডিএডি কাজী মোঃ মিজানুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স, নিরাপদ খাদ্য অফিসার মোঃ সাকিব হোসান, এসআই রুহুল আমিন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদা ইয়াসমিন সহ পুলিশ সদস্যরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com