1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেটের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৭ ভিউ

মাসুদ শিকদারঃ হবিগঞ্জের মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১২টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে সেখানে সড়ক অবরোধ করে নানা ধরণের শ্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করার ফলে শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজট। সড়ক অবরোধ শেষে হবিগঞ্জ মেডিকেল কলেজ মিলনায়াতনে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা।

প্রেস ব্রিফিংয়ে ৪র্থ বর্ষের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ আমাদের প্রাণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে বন্ধের ষড়যন্ত্র চলছে। এখানে মানহীনতার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বৈষম্যমূলক। আকিব মাহমুদ আরও বলেন, আমাদের মেডিকেল কলেজে বর্তমানে প্রায় ৩শত জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর বিপরীতে রয়েছে ৫৫জন শিক্ষক ও কিউরেটর রয়েছে ২ জন। আর্থাৎ প্রতি ৬ জন শিক্ষার্থীর জন্য ১ জন করে শিক্ষক রয়েছেন। তাই শিক্ষক সংকটের মতো যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

তিনি বলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আমাদের কার্যক্রম চলায় এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ রোগী। এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। তাই শিক্ষার্থীদের শেখার জন্য যথেষ্ট পরিমাণ রোগী রয়েছে। শিক্ষার্থী আবু হাসান বলেন, ‘আমাদের এই মেডিকেল কলেজ সবধরণের মানদণ্ড পূরণ করেই এগিয়ে চলছে। কিন্তু এখনও কোন স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা হয়নি। এটাই কি এই কলেজের অপরাধ? এই অপরাধ আমাদের নয়, এই অপরাধ বিগত সরকারের। এতে হুমকির মুখে পড়েছে আমাদের ভবিষ্যত ও মানসিক স্বাস্থ্য। একই সাথে হবিগঞ্জের ৩০ লাখ মানুষের স্বাস্থ্যসেবাও হুমকির মুখে। তাই এমন সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরে আসার আহ্বান শিক্ষার্থীদের।’

প্রেস ব্রিফিয়ে অন্যান্যদের মধ্যে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রিংকু দেবনাথ, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রিয়েল সরকার, চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তাসনিমুর রিয়াজসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com