মাধবপুর প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসিল জমির ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন অভিযোগে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
(১৮ মার্চ) মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম নেতৃত্বে মাধবপুর উপজেলার মীরনগর, আন্দিউড়া, রতনপুর, ঘাগড়াবাড়ি ও বেঙ্গাডোবা এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে ফসিল মাটি কাটা ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ওই এলাকার সুলতান মিয়ার পুত্র আশিকুর রহমান (৪৫), কে দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এ সময় অবৈধভাবে ফসলি জমি থেকে বালু মাটি উত্তোলনকারী ড্রেজার ও পাইপ অপসারণ করা হয়।
এসময় মাধবপুর সদরের ভূমি সহকারী কর্মকর্তা ও মাধবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম।
Leave a Reply