জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল (১৯ মার্চ) বুধবার দুপুর ২টায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হাড়গ্রামের মরহুম মসাহিদ আলী ও মানিক শাহ লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার জন্য দুই বিঘা জমি দান করেন। নির্মাণ কাজ উদ্বোধনের সময় নির্মাণ পরিচালনা কমিটির সদস্য ও লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা কাজী হাফিজুর রহমান, নির্মাণ কমিটির সদস্য ও মাদ্রাসার কোষাধ্যক্ষ হাজী তাহিদ আলী, নির্মাণ কমিটির সদস্য ও মাদ্রাসার সাধারণ সম্পাদক নোমান আহমদ, নির্মাণ কমিটির সদস্য আতাউর রহমান ও শহিদ মিয়া, হাড়গ্রাম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ খোরশেদ আলম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন হাড়গ্রাম মাদরাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান।
লতিফিয়া ইবতেদায়ী মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা কাজী হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান আহমদ বলেন, দশ বছর পূর্বে মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এবার মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে, তবে মাদ্রাসা নির্মাণে ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন। মাদ্রাসা নির্মাণ কাজের জন্য দেশ ও প্রবাসের বিত্তবান দানশীল ব্যক্তিবর্গের প্রতি সাহায্য সহযোগিতার আহবান জানান।
Leave a Reply