সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহে রামাদানের পবিত্রতা রক্ষা করার অঙ্গিকার ব্যক্ত নিয়ে জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২০ মার্চ, ১৯ রামাদান বৃহস্পতিবার শহরের মড়ল কমিউনিটি সেন্টারে বিশিষ্টজন ও সাংবাদিকদের সৌজন্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ জাকির আহমদ ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ হেলাল আহমেদের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সুনামগঞ্জ জেলা জজকোর্টের এডভোকেট মোহাম্মদ শামস্উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহ, এসময় আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমির ইন্জিনিয়ার নোমান আহমদ, জামায়াতে ইসলামী নেতা এডভোকেট আলম উদ্দিন, এডভোকেট হেলাল উদ্দিন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা শাখার মাওলানা আবুল হাসনাত,খেলাফত মজলিসের পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, ইসলামি আন্দোলন ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর্জা সাজিদুর রহমান মামুন, ব্যবসায়ী নেতা আলী আসগর সোহাগ, আব্দুল হাই আজাদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, গন অধিকার পরিষদের আহবায়ক ডাঃ আজহার আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, সাংবাদিক সাকির আমিন, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সেলিম মাহবুব, খালেদ আহমদ, মোশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, আরিফুল ইসলাম জুয়েল, জামরুল ইসলাম রেজা, পাপ্পু মিয়া, ফজল আহমদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মনসুর আহমদ, সহ সেক্রেটারি আব্দুল আওয়াল, জামায়াত নেতা খলিলুর রহমান, সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি আরাফাত আহমেদ রাহাত, জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, প্রফেসর আব্দুল হামিদ, শিক্ষক কামাল উদ্দিন, সাজিদুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি মাসুদ আহমদ, শিবির নেতা রবিউল ইসলাম, আফতাব উদ্দিনসহ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা কারি শহিদুল ইসলাম ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন ইসলামের মূল শিক্ষা হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা, যা বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা সভার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply