1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

নবীগঞ্জের বড়চর ও রোকনপুরে উরসের নামে অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবি এলাকাবাসীর

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৫ ভিউ

মাসুদ শিকদারঃ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়চর ও রোকনপুর এলাকায় উরস মোবারকের নামে অনৈসলামিক কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোকনপুর এলাকার হযরত মৌলানা শাহ জবান আলী (রহঃ) মাজার প্রাঙ্গণে উরস মোবারকের নামে অশ্লীল নৃত্য, গান-বাজনা এবং মাদকের আসর বসানো হয়, যা এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, মাজার সংলগ্ন একটি কওমী মাদ্রাসা ও হিফজখানার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগকারীরা জানিয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ মার্চ রাত ১০টার দিকে উক্ত স্থানে উচ্চস্বরে মাইক বাজিয়ে গান-বাজনা এবং অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। এতে বাধা দিতে গেলে স্থানীয় মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটে। এতে রেদোয়ান নামের এক যুবকসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা জানান, দীর্ঘ ৮০ বছরের বেশি সময় ধরে উক্ত মাজারে ইসলামিক রীতি অনুযায়ী দোয়া মাহফিল, ওয়াজ-নসিহত ও ইছালে সওয়াবের আয়োজন হয়ে আসছে। কিন্তু গত কয়েক বছর ধরে একটি স্বার্থান্বেষী মহল এখানে অনৈসলামিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় মুরব্বিরা এ বিষয়ে একাধিকবার আপত্তি জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে যাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আগামীতে যাতে উরসের নামে কোনো ধরনের অনৈসলামিক কার্যক্রম পরিচালিত না হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

https://10minuteschool.com/event/hsc-online-batch/?aff=V2UNK0000e6ce&utm_medium=affiliation&utm_source=59086&utm_campaign=undefined_HSC26%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8&utm_content=k12&type=affiliate

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com