1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামের সেই অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

  • আপডেটের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮০ ভিউ

বার্তা ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।

(২৬ মার্চ) বুধবার সকালে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। 

এসময় হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেয়ার নিদর্শনা দেন তারেক রহমান। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন উদ্যোগের খবর আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন গিয়াস উদ্দিন। 

তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতার দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।

অসুস্থ গিয়াস উদ্দিন আরও বলেন, আজকে আমার আনন্দের দিন। আমরা বিএনপি পরিবার নামের সংগঠন যেমন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও তেমন আজকে থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম। 

তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে বুধবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে আসেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় ব্যারিস্টার মীর হেলাল বলেন, আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মীর হেলাল বলেন, মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের অন্যান্য জেলায় তাদের মানবিক কর্মসূচির পাশাপাশি আজকে তারা চট্টগ্রাম জেলার এই পাহাড়ি জনপদে এসে অসুস্থ গিয়াস উদ্দিনের খোঁজ-খবর নিলেন। আমি এই সংগঠনের আরও সফলতা কামনা করছি।

প্রসঙ্গত, চরম দুর্দশায় গিয়াস উদ্দিনের পরিবার শিরোনামে প্রকাশিত খবরের সূত্র থেকে তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশের অসুস্থ গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com