হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পৃথক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও অন্যদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেআজ বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার জিরুন্ডা ও বামৈ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোস্তফা মিয়ার সঙ্গে একই গ্রামের রুকন মিয়ার গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
বুধবার সকালে সেলুনে চুলকাটা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে একই উপজেরার বামৈ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বামৈ গ্রামের আরিফ মিয়ার সঙ্গে একই গ্রামের খসরু মিয়ার মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে আজ সকাল ১০টায় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।।
Leave a Reply