1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

শবে মেরাজে যে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মুহাম্মদ (সা.) এর

  • আপডেটের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ ভিউ

বার্তা ডেস্ক।। মেরাজ বা ইসরা হলো রাসূল সা.-এর ঊর্ধ্বজগতের সফর। এক রাতের এই সফরে রাসূল সা. মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা ও সাত আসমান ভ্রমণ করেন। নবীজিকে একে একে সাত আসমানে নিয়ে যান জিবরাইল আ.। প্রত্যেক আসমানেই তাকে স্বাগত জানিয়েছেন সেখানকার দায়িত্বরত ফেরেশতারা। সাত আসমানে সাতজন নবীর সঙ্গে দেখা হয়েছে আল্লাহর রাসুলের। প্রত্যেক নবী তাকে স্বাগত জানিয়ে দোয়া দিয়েছেন।প্রথম আসমানে হজরত আদম (আ.)- এর সঙ্গে দেখা হয়েছে। জিবরাঈল পরিচয় করিয়ে দিলেন। বাবা আদম নবীজিকে সাদর অভিবাদন জানালেন- মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম (আ.) নবীজির জন্য দোয়া করলেন।

 

এরপর দ্বিতীয় আসমানে দেখা হলো দুই খালাত ভাই হজরত ঈসা (আ.) ও ইয়াহইয়া (আ.)-এর সঙ্গে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তৃতীয় আসমানে দেখা হলো হজরত ইউসুফ (আ.)-এর সঙ্গে। সালাম ও কুশল বিনিময় হলো এই দুই নবীর মাঝে। নবীজি (সা.) বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে!

এরপর চতুর্থ আসমানে হজরত ইদরীস (আ.)-এর সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদরীস (আ.) নবীজির জন্য দোয়া করলেন। পঞ্চম আসমানে হজরত হারূন (আ.)-এর সাথে সাক্ষাৎ হলো।ষষ্ঠ আসমানে নবীজিকে অভিনন্দন জানালেন হজরত মূসা আ.। এরপর নবীজি সপ্তম আসমানে উঠলেন। সেখানে দেখা হলো হজরত ইবরাহীম আ.-এর সাথে। জিবরাঈল আ. পরিচয় করিয়ে দিলেন- ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইবরাহীম আ.-এর সাথে সালাম বিনিময় করলেন।

 

নবীজি বলেন, হজরত ইবরাহীম আ. তখন বাইতুল মামুরে হেলান দিয়ে ছিলেন। বাইতুল মামুর, যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা আসে। এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে।এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com