এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি।। আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পানির বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদয় গোপ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) রাত আনুমানিক আট ঘটিকার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত উদয় গোপ জলসুখার দুর্গাপুর (চৌধুরী হাটি) গ্রামের শ্যামাপদ গোপের একমাত্র পুত্র।
স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, উদয় গোপ এলাকার স্থানীয় বসত বাড়ি নির্মাণ মিস্ত্রিদের সাথে হেলপারের কাজ করতেন। কাজের সুবাদে বিভিন্ন এলাকায় থেকে কাজ করতে হয়। কাজের জন্য ইছবপুরে কয়েকদিন ধরেই ঐ এলাকায় থাকছেন উদয়।
বিগত কিছুদিন যাবত ইছবপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান ওরফে মাষ্টার মিয়ার নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন উদয়। মঙ্গলবার সন্ধ্যার পর কাজ শেষে হাত মুখ ধুয়ে পানির পাম্প বন্ধ করতে গেলে পাম্পের বৈদ্যুতিক সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে উদয়।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদয়ের প্রতিবেশী আপা বেগম জানান, উদয় এলাকায় বেশ কিছুদিন যাবত স্থানীয় মিস্ত্রিদের সাথে হেলপারের কাজ করছিল।
জলসুখা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মো. পারভেজ মিয়া বলেন, উদয় স্থানীয় নির্মাণ মিস্ত্রীদের সাথে হেলপারের কাজ করতো। আজ কাজ শেষে পানির পাম্পের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply