বার্তা ডেস্ক।। ভোলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ভোলা সদর ও লালমোহন উপজেলায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের উকিল বাড়ির মো.রাকিবের ছেলে মো. জুনায়েদ (৭) ও মো.আনাছের ৮ বছরের ছেলে মো. শাহেদ। সম্পর্কে তারা দুইজন খালাতো ভাই। নিহত অপর শিশু ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মো. সফিকুলের ছেলে সাফওয়াদ (৪)।
একই পরিবারের দুই শিশুর স্বজন ও পুলিশ জানিয়েছে, শিশু জুনায়েদ ও শাহেদ একে অপরের খালাতো ভাই। সোমবার দুপুরের দিকে তারা দুইজন মিলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তাদেরকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি। একপর্যায়ে তাদের দুজনকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
অপর শিশু সাফওয়াদের পরিবার জানিয়েছে, দুপুরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। এ সময় তার মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শিশুটি। শিশুটির মা কাজ শেষ করে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করলে কোথাও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য মো. মামুন।
এদিকে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। থানায় অপমৃত্যুর মামলা করা হবে। দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply