বার্তা ডেস্ক :: চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।
আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার সকালে আনোয়ারা-চন্দনাইশ সড়কের আনোয়ারা থানার মোড়ে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ।
নিহত ব্যক্তি হলেন— চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫৫)। আর আহত একজন হলেন মো. সিফাত (২৮)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত জানান, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে আহতদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এতে নিহত হয়েছেন একজন, আরেকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন।
Leave a Reply