ছাতক প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতকে হাওর থেকে হাঁস আনতে গিয়ে আমির উদ্দিন (৩৪) নামে এক খামারির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় হায়দারপুর গ্রামের খামারি আমির উদ্দিন মাঠ থেকে তার হাঁসগুলো আনতে গেলে বজ্রপাতে মারা যান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, বজ্রপাতে হায়দারপুর গ্রামে এক খামারির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply