হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ দুজনকে ঢাকা ও একজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামের আরজত মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মধ্যে হাওরে একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের হিসেবে বুধবার সকাল ৯টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন।
জানা গেছে, সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ আন্নর আলী (৫০), আব্দুর রশিদকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ ও একজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply