স্টাফ রিপোর্টার:: শান্তিগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে শহিদ মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদ মিয়া উপজেলার শিমুলবাক ইউনিয়নের হাফিজুর রহমানের ছেলে। এছাড়াও তিনি শান্তিগঞ্জ উপজেল যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুলেমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে শহিদ মিয়াকে আটক করা হয়।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে, আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply