বার্তা ডেস্ক :: কক্সবাজারের চকরিয়ায় এসআই এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
(১৭ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১নং এলাকার মৌলভী নুরুল হোছাইনের ছেলে মোহাম্মদ নুরু উল্লাহ (২১) ও মনু আলমের ছেলে মোহাম্মদ সোহেল (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, চট্টগ্রামগামী এসআই এন্টারপ্রাইজ নামে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হয়েছেও আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে ।
Leave a Reply