আজমিরীগঞ্জ প্রতিনিধি।। আজমিরীগঞ্জ প্রেসক্লাবে গণতন্ত্রিক পক্রিয়ায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে দুই তৃতীয়াংশ ভোটে বিজয়ীদের সদস্য পদে অর্ন্তভুক্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে আজমিরীগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অর্ন্তভুক্তি করনে গোপন ভোট অনুষ্টিত হয়। গোপন ভোটে ২৫ জন প্রার্থী আবেদন করলে ১০ জন প্রার্থী ভোটে বিজয়ী হয়। তারা হলো, এনামুল হক মিলাদ, আশিকুর রহমান, সেন্টু আহমেদ জিহান, কাওছার আহমেদ, সাইদুল ইসলাম বাহার, রুজেল আহমেদ, রনি পারভেজ, কৌনুজ কান্তি ব্যানার্জী, হাবিবুর রহমান রিয়াদ ও আব্দুল মজিদ।
পর ক্লাবের কার্যকরী সদস্য শুন্য পদে গোপন ভোটের মাধ্যমে কামরুল হাসান কুহিনকে নতুন সদস্য অর্ন্তভুক্তি করা হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা শরীফ উদ্দিন চৌধুরী ও খালেদুর রশিদ ঝলক। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী।
যারা নির্বাচনে সদস্য অর্ন্তভুক্তি হতে নির্ধারিত দুই তৃতীয়ংশ ভোট পাননি তাদের আবার কিছুদিন পূর্বে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আবারও গণতান্ত্রিক পক্রিয়ায় অর্ন্তভুক্তি করা হবে বলে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা জানান।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল / কাওছার
Leave a Reply