স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ জুয়েলকে (৫৬) গ্রেফতার করেছে র্যাব।
(১৮ এপ্রিল) শুক্রবার বিকেলে সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আওয়ামীলীগ নেতা সৈয়দ জুয়েল মিয়া উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের মৃত সৈয়দ খলা মিয়ার ছেলে। তিনি সৈয়দপুর শাহাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।
জানা যায়, (১৭ এপ্রিল) বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার ইশানকোন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৈয়দ জুয়েল মিয়াকে গ্রেফতার করে র্যাব।তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতা মামলা আছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply