স্টাফ রিপোর্টার:: সৌদি আরবের একটি ভবনে কর্মরত অবস্থায় পড়ে গিয়ে নজরুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৭টায় ও সৌদি সময় ভোর রাত ৪টার দিকে রিয়াদ শহরে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের মুরারগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
এ দিকে মুরারগাঁওয়ে বাড়িতে সন্তানকে হারিয়ে থামছে না পরিবারের সদস্যদের আহাজারি। শোকের মাতম বইছে পুরো গ্রামজুড়েও। এ সময় সন্তানের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্ববান জানান সাগরের পরিবার।
মুরারগাঁও গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পাঁচ মাস আগে সৌদি আরবের রিয়াদ শহরে যায় নজরুল। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতো সে। শুক্রবার একটি বহুতল ভবনে কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সে ইমরান আহমদ কারিগরি কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলো।
পারিবারিক সূত্র জানায়, নজরুলের সাত বোন ও দুই ভাই। তার বড় ভাই ওমানে থাকে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সে সৌদি আরব পাড়ি জমায়। ভালো কিছুর জন্য সে দিনরাত পরিশ্রম করে যাচ্ছিল। ফেসবুকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসেও তার স্বপ্নের কথা বোঝা যায়। স্ট্যাটাসটি এরকম– ‘অপেক্ষা অবশ্যই করা উচিত, তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য।’ ভালো সময় আসার পূর্বেই চলে গেল নজরুল।
Leave a Reply