স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের মাধবপুরে ২৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, (১৯ এপ্রিল) শনিবার দুপুর ১ টার দিকে এএসআই (নিরস্ত্র) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার শেওলিয়া ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ মো. তানভীর (২০) এবং মো. জিহাদ(১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হল- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. তানভীর মিয়া এবং নরসিংদী জেলার রায়পুরা থানার বীরগাঁও গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জিহাদ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply