সিলেট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
(২০ এপ্রিল) রোববার রাত ১১ টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকার মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান থেকে রাজিব সরকার নামে এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় ও পরদিন সোমবার ভোরে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে (আইয়ালাবন্দ) নামক স্থানে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, রোববার দিাবগত রাতে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। অপর দিকে (২১ এপ্রিল) সোমাবার সকালে স্থানীয়রা গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশের একটি খালে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।
পৃথক দুটি ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ দুই জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
Leave a Reply