সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটর সাইকেলের ধাক্কায় বৃন্দা রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে।
(২২ এপ্রিল) মঙ্গলবার দুপুর ২টায় সাচনা—সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভরতপুর গুদারাঘাটের মালেক মিয়ার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি গোদারাঘাটের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় সুনামগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেল তার উপরে উঠে যায়। গুরুতর আহত শিশুকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাচনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply