1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

সিলেট টেস্ট: জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের

  • আপডেটের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬ ভিউ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও একবার লজ্জার হার সঙ্গী হলো টাইগারদের। জিম্বাবুয়ের কাছে এবার তারা হারলো ৩ উইকেটে। এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্ট হেরেছিল বাংলাদেশ। টেস্টে জিততে জিম্বাবুয়ের মাত্র ১৭৪ রানের প্রয়োজন ছিল। শুরুর দিকেই সফরকারীদের চেপে ধরতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

উইকেট তো ফেলতে পারেইনি, জিম্বাবুয়ের রান তোলাও নিয়ন্ত্রণে রাখতে পারেনি স্বাগতিক বোলাররা। জিম্বাবুয়ের স্কোর বোর্ডে ৯৫ রান যোগ হবার পর বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি ফিল্ডারকে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ হয়েছেন জিম্বাবুয়ে ওপেনার বেন কারেন। ৭৫ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

 

এর আগে আজ বুধবার ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয় স্বাগতিকরা।

 

দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। বুধবার একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান (১০৪ বলে) নিয়েই ফেরেন সাজঘরে। ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগ অঞ্চলে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত।

 

দলীয় স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই উইকেট দিয়ে আসেন পরবর্তী ব্যাটার মেহেদী হাসান মিরাজও। ডানহাতি ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফাইফার পূর্ণ করেন মুজারানি। ১৫ বলে ১১ রান করেন মিরাজ। পরের ওভারেই আউট তাইজুল ইসলাম। ৩ বলে মাত্র ১ রান করে ফেরত যান তিনি। ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে ৩১ রানের জুটি করেন জাকের আলী। এই জুটি বাংলাদেশকে পৌঁছে দেয় ২৪৮ রানে। জাকের আলী ফিফটির করার পরই আউট হন হাসান মাহমুদ।

 

ইনিংসের ৭৮তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে বাজে শট খেলে ডিপ মিডউইকেটে ব্লেসিং মুজারাবানির হাতে ক্যাচ হন হাসান। এরপর নতুন ব্যাটার খালেদ আহমেদ প্রথম বলেই আউট হন। ওয়েলিংটনের বলে স্লিপে ক্রেইগ আরবিনের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এরপর মুজারাবানির বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে নিক ওয়েলচের হাতে ক্যাচ হন জাকের আলী। ১১১ বলে ৫৮ রান করেন ডানহাতি ব্যাটার। এতে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com