বাদল আহমেদ নবীগঞ্জ।। নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের গুংঘুজুড়ি হাওরে প্রতি বছরে হাজার হাজার সোনালী ফসল ধান চাষ হয়। এতে করে খাদ্য সংকট থেকে মুক্তি পায় দেশ, এদিকে অক্লান্ত পরিশ্রম করে মেঘে ভিজে রোদে পুড়ে দিনের পর দিন দেশের খাদ্য সংকট দূর করার জন্য দেশের কৃষকরা কাজ করে যাচ্ছে। কিন্তু সেই সোনালী ফসল ধান মাঠ থেকে ঘরে তুলতে পারছে স্থানীয় কৃষক”রা।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের গুংঘুজুড়ি হাওরে একটা ব্রীজের অভাবে সঠিক টাইমে ঘরে তুলতে পারছে ধান আর এতে করে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সব কৃষক তার সাথে দেশের খাদ্য চরম সংকটে পরার ও আশংকা আছে বলে জানান।
এই বিষয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় অনেক জনপ্রতিনিধি এই ব্রীজ করে দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু এখনো সেই ব্রীজ নির্মাণ করে দেন নাই, এভাবে দিনের পর দিন চলছে কৃষকদের নিয়ে সাপলুডু খেলা আর ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা।
এই বিষয়ে স্থানীয় আরও কয়েকজন কৃষকদের কাছ থেকে জানা যায়, দেশের খাদ্য সংকট দূর করার জন্য আমরা এত কষ্ট করে ধান চাষ করি। তবে সেই ধান সময় মত আড়ৎদারদের কাছে নিয়ে যেতে পারি না বলে আমরা তার সঠিক মুল্য পাইনা।এতে করে খরচ আর বিক্রয় হিসেব করলে আমাদের প্রচুর টাকা লস হয়।
Leave a Reply