নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ২ বছর ৬ মাস বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম হোসেন মিয়ার তিনি মিনহাজ মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) বেলা ১টার দিকে শিশুটির বাবা-মা, মিনহাজ মিয়া ও সীমা বেগম, জমিতে কাজ করতে যান। তাদের সন্তান হোসেন মিয়া তাদের সাথে ছিল। শিশুটিকে জমির পাশে রেখে তারা কাজ শুরু করেন। ১৫ মিনিট পর হোসেনকে না দেখে তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী ফারুক মিয়ার ডুবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটির দাফন করা হয়। এ ঘটনা সম্পর্কে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম নিশ্চিত করেছেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল / সাগর
Leave a Reply