বাদল আহমেদ,নবীগঞ্জ।। নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত সিআর মামলার পলাতক আসামী তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গতকাল রবিবার (২৭) এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলার পলাতক আসামীকে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের হাজী আব্দুল জলিল এর পুত্র তোফায়েল আহমেদ (৩৪) কে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই কাজল চন্দ্র দেব ও এএসআই হিল্লোল তালুকদার এর নেতৃত্ব একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক তোফায়েল কে গ্রেফতার করেন। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআর মামলার পলাতক আসামী তোফায়েল আহমেদ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply