1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

সাগরিকায় সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের

  • আপডেটের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ তখনো অনুশীলন শুরু করেনি বাংলাদেশ দল। শ্বেতশুভ্র জার্সি গায়ে নেটের কাছে দাঁড়িয়ে এনামুল হক বিজয়। সম্প্রচার প্রতিষ্ঠানের জন্য ফটোশুট করতেই এত আয়োজন তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুলের। এরপর ড্রেসিংরুমে ফিরে নিলেন মাঠে নামার প্রস্তুতি। দেড় ঘণ্টার মতো মাঠে ছিলেন তিনি। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে মিলল নানা টিপস। ব্যাটেও যতটা সম্ভব শান দিয়ে নেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার। সবকিছু ঠিক থাকলে সাগরিকায় দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ মিলতে যাচ্ছে তার। বাকি দুই ওপেনারের ব্যর্থতায় এমন সুযোগ মিলতে পারে তার। আজ সকাল ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে সে রকম কিছুর দেখা মিলতে পারে বাংলাদেশের একাদশে।টেস্ট সংস্করণে ব্যাটারদের ঘিরেই যত দুশ্চিন্তা বাংলাদেশের। সর্বশেষ কয়েক টেস্টে বারবার ওপেনার পরিবর্তনেও মেলেনি কোনো সমাধান। উল্টো ঘুরেফিরে লিখতে হচ্ছে ব্যর্থতার একই গল্প। সিলেট টেস্ট হারের পেছনেও বড় দায় তাদের। শুরুতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যর্থতার চাপ আর নিতে পারেননি পরের ব্যাটাররা। সেটাই দলকে ভুগিয়েছে বারবার। তাইতো আবার ব্যর্থদের ছাপিয়ে সুযোগ মিলতে পারে এনামুলের। এক যুগের টেস্ট ক্যারিয়ার; অথচ খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। অভিষেকের প্রথম দুই বছরেই খেলেছেন চার ম্যাচ। বাকি ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছিল আট বছর। এবার চট্টগ্রামে সুযোগ মিললে ষষ্ঠ টেস্টের অপেক্ষা ফুরাবে ঠিক তিন বছর পর। যদিও এভাবে সাদা বলে পারফর্ম করে এনামুলের লাল বলের দলে ডাক পাওয়াকে আদর্শ হিসেবে দেখছেন না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার পরও উপায় না থাকার যুক্তিই ফুটল তার কণ্ঠে, ‘হয়তো এটা আদর্শ নয়। তবে যেভাবে প্রতিযোগিতা হয় এখানে, চার দিন বা বিপিএল অন্যগুলো। এখানে ওপেনিংয়ের সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। কাজ করে যাচ্ছি এটা নিয়ে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com