স্টাফ রিপোর্টার:: সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর মাছের খামারের পুকুর থেকে ‘শাওন আহমদ (২০)’ নামের যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সে বিশ্বনাথ পৌরসভার চরচন্ডি গ্রামের মাসুক আলীর পুত্র। প্রায় ১ বছর ধরে প্রবাসীর ওই মাছের খামারের কেয়ার টেকার হিসেবে কাজ করে আসছিলেন শাওন আহমদ ও তার ভাই সাজন আহমদ।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মাছের খামারের পুকুরে ‘শাওন’র লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় শাওনের ভাই সাজন।
এরপর দ্রুত তার (শাওন) লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শাওনের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তখন শাওনকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ময়না তদন্তের জন্য ‘শাওন’র লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এর রিপোর্ট আসার পর এব্যাপারে করণীয় নির্ধারণ করা সম্ভব হবে।
Leave a Reply