খেলাধুলা ডেস্ক।। আগের দিন রাতে জানান হয়েছিল, আজ সকালে চট্টগ্রামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী। সময় পেরিয়ে গেলেও এনামুল হকের দল আসেনি। পরে জানা যায়, বিশ্রাম নিচ্ছেন খেলোয়াড়েরা। কিন্তু দলের সূত্র জানিয়েছে, পারিশ্রমিক না পাওয়ায় তারা অনুশীলন বয়কট করেছেন। পারিশ্রমিক বাকি থাকার বিষয়টি নিশ্চিত করলেও, অনুশীলন বাতিলের কারণ বলেনি রাজশাহী।
বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু রাজশাহীর। জানা যায়, এক টাকাও না নিয়ে খেলতে নেমেছেন খেলোয়াড়েরা। পরে মালিকপক্ষ থেকে জানানো হয়, দ্রুতই টাকা শোধ করে দেবেন। ১৪ জানুয়ারি টাকা পরিশোধের শেষ সময় হলেও ক্রিকেটাররা অর্থ পায়নি। তাই তাদের এমন সিদ্ধান্ত।
রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের এখনও কোনো পারিশ্রমিক শোধ দেয়নি ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। শেষের পথে থাকা টুর্নামেন্টে এখনও টাকা না পাওয়ায় খেলোয়াড়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী আশ্বস্ত করেছে, আগামীকালের মধ্যে কিছু পারিশ্রমিক দেবে তারা। রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেছেন, রাজশাহী শুধু আজ বিশ্রাম নিয়েছে। তবে পারিশ্রমিক বকেয়ার কারণে অনুশীলন বাতিল কিনা, সেটি নিশ্চিত করেননি।
সুত্রঃ যুগান্তর / ইকবাল
Leave a Reply