স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ( ১০ ফেব্রুয়ারি ) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় হত্যাসহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা রয়েছে।
সূত্রে জানা যায়, সাবেক এই সংসদ সদস্যর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা এবং বানিয়াচং থানায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগষ্ট দেশ থেকে সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই সাবেক এমপি নিজেকে আত্নগোপন করে পালিয়ে যান। দীর্ঘ ৬ মাস পালিয়ে থাকার পর ১০ ফেব্রুয়ারি ( সোমবার ) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তরার একটি বাসা থেকে রাত ৯ টার দিকে তাকে গ্রেফতার করেন একদল ডিবি পুলিশ।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply