1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন আজ

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ ভিউ

ফেব্রুয়ারি ভালোবাসার মাস। হবেই বা না কেন? এ মাসে রয়েছে ভালোবাসা ঘিরে কত কত দিবস। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রমিস ডে। মানে প্রিয়জনকে প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি দেওয়ার দিন।

চলছে ভ্যালেন্টাইনস উইক। যা শুরু হয় রোজ ডে দিয়ে। এর পরে প্রোপোজ ডে, চকলেট ডে। তারপর টেডি ডে পেরিয়ে আসে প্রমিস ডে।

 

যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। যে কথা রাখতে জানে তার ওপর বিশ্বাস সবচেয়ে বেশি জন্মায়। আর প্রিয়জনের প্রতি আবদার সর্বদা বেশিই থাকে। তবে সেই প্রিয় মানুষই যদি প্রমিস বা প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে সেই সম্পর্কে আস্থা কমতে শুরু করে। তাই, অবশ্যই প্রিয়জনকে দেওয়া প্রতিশ্রুতি (প্রমিস) রাখা উচিত।

 

 

এ দিনটি মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতে পালন করা হয়। ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়াতে এই দিবসটির সূচনা হয়। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েই দিনটির শুরু হয়। এ দিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সব বাধা।

 

 

কোনো একটি আচরণ, আপনার সঙ্গী পছন্দ করে না। দীর্ঘ দিন এই একই বিষয়ে আপনাদের মাঝে ঝামেলা হচ্ছে; তবে আজকের দিনে সে কাজটি না করার প্রমিস করতেই পারেন। এই কাজটি আপনি আর করবেন না। দেখবেন দুজনের মাঝে ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

 

 

তবে দিনটি শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। প্রমিস ডে সবার জন্যে। ভাই-বোন, মা-বাবা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে প্রমিস ডে তে। তবে এ দিন নিজের কাছেও প্রতিজ্ঞাবধ থাকতে কিন্তু ভুলবেন না।

 

 

ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে কোন দিনের কী অর্থ

 

৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রোপ্রোজ ডে (Propose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন।

 

 

৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে (ফ্লাইং কিস) ভালোবাসাকে অন্য মাত্রায় অনুভব করেন।

 

 

আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন’স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com