1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে: প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২ ভিউ

বার্তা ডেস্ক।। জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের শুরুতে দেয়া বক্তব্য তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, মাঝখানে ছাত্ররা এসে বললো তারা একটি ঘোষণা দেবে। সেখানে আমাকেও থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কী ঘোষণা দিচ্ছে। আমি বললাম এটা হবে না। আমার যাওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না। তোমরা যদি ৫ই আগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি। কেউ বলেনি তুমি অমুক আমি অমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার। এটা না করলে ঠিক হবে না।

 

 

তিনি বলেন, যে একতা দিয়ে তোমরা ৫ই আগস্ট সৃষ্টি করেছিলে এটার অবমাননা হবে। তারা খুশি হয়নি আমার কথায়। কিন্তু ক্রমেই তারা বুঝলো যে ৫ই আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে। একত্রে করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু কীভাবে একত্র করা যাবে। আজকের আলোচনাটাও এটাকে কেন্দ্র করে হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে। এটার দরকারও নাই। দরকারটা হলো ওটুকু স্মরণ করে দেয়া যে আপনাকে দেখে আমার সাহস আসে। সবার মনে সাহস আসে। সারা দেশ চমকে উঠবে যে আমরা জেগে আছি। আমাদের অনুভূতি ভোতা হয়ে যায়নি চাঙ্গা আছে। জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে আছি।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, দোয়া করবেন, আমি যতদিন আছি এ একতা নিয়ে থাকবো। কাজেই সেই পথে আমাদের চলতে হবে। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আপনাদের সঙ্গে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে। ৫ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি। এখন কীভাবে সেটা মানুষের সামনে প্রকাশ করবো, ৫ই আগস্টের পুনঃপ্রতিষ্ঠা করবো সেটাই আসল কাজ। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সর্বসম্মতিভাবে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি তাহলে দেশের জন্যও ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো।

 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে’র সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দীন পাটোয়ারি ও আখতার হোসেনসহ প্রমুখ উপস্থিত আছেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com