জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় প্রত্যেক সেক্টরে সৎ এবং আল্লাহ ভীরু নেতৃত্ব তৈরি করা, কেউ যদি আল্লাহ কে ভয় করে সে কখনো দুনিয়াতে কাউকে ভয় করবেনা এবং আল্লাহ কে যে ভয় করবে এমন নেতৃত্বে আসা মানুষ কখনো সুদ, ঘুষ খাবেনা, মানুষের উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন করবেনা। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই দেশে একটি পরিবর্তন আনতে।আপনারা অতীতে অনেক রাজনৈতিক দলের শাসন দেখেছেন, তারা নির্বাচিত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। আগামী নির্বাচনে সৎ যোগ্য লোক নির্বাচিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান উপরোক্ত কথা গুলো বলেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় স্বাধীন বাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি শাহিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান,পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, সহ-সভাপতি মুক্তাদির হোসেন টিটু, সহ সেক্রেটারি জাবেদ হোসেন প্রমুখ। এসময় জামায়াতে ইসলামী পাইলগাঁও ইউনিয়নের দায়িত্বশীলরা ও পাইলগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শীতের এই মৌসুমে শ্রমিক কল্যাণের পক্ষ থেকে গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply