ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ অবশেষে শেষ হলো কোচের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ!
কোচ পিটার বাটলার থাকলে খেলবেন না বলে গণ–অবসরের হুমকি দেওয়া ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তাঁরা বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার।
আজ বাফুফেতে এক সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার বলেন, ‘আমি নিয়মিত তাদের সঙ্গে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে বসার পর আমি যেটা বলতে পারি, মেয়েরা অনুশীলনে ফিরবে।’
অবশ্য এখনই অনুশীলনে ফিরছেন না সাবিনা খাতুন–ঋতুপর্ণারা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরেও তাঁরা থাকছেন না। বিদ্রোহ করা ফুটবলাররা ছুটি কাটিয়ে ফিরে এসে অনুশীলন শুরু করবেন বলে জানান মাহফুজা, ‘ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। টিমও সেদিন চলে যাবে আরব আমিরাতে। এই সময়ে সিনিয়র মেয়েরাও (১৮ বিদ্রোহী ফুটবলার) চাচ্ছে একটা ছুটিতে যেতে। এটা তাদের জন্য একটা বিরতি বলতে পারেন। এরপর আবার তারা ক্যাম্পে ফিরবে এবং অনুশীলন শুরু করবে।’
এর আগে আজ দুপুরে বিদ্রোহ করা ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেন বাফুফে নারী বিভাগের প্রধান। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার এক পর্যায়ে তারা নিজেদের আলটিমেটাম প্রত্যাহারের কথা জানান।
তবে এখনো ১৮ ফুটবলারের সঙ্গে কিছু আলোচনা বাকি আছে বলে জানিয়েছেন মাহফুজা, ‘নারী উইং, বাফুফে সভাপতি, সিনিয়র সহসভাপতি, কোচ এবং মেয়েরা একসঙ্গে বসে যে ভুল–বোঝাবুঝি ছিল, সেটা মিটিয়ে দেওয়া হবে। যেহেতু পরবর্তী সময়ে একসঙ্গে অনুশীলন করতে হবে, কেউ কারও প্রতি অসন্তোষ থাকলে পরবর্তী সময়ে ভালো কিছু হবে না।’
Leave a Reply