জুলাই ঘোষণাপত্র সম্পর্কে জনগণের মতামত সংগ্রহ করতে চায় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে জনগণকে চিঠি মারফত তাদের সুচিন্তিত মতামত প্রদান করতে বলা হয়েছে।
শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণকে মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে হবে তাদের মতামত। চিঠির মাধ্যমে প্রাপ্ত এই মতামত ২৩ জানুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, ১৬ জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী পদক্ষেপ হিসেবে এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২৩ জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে। জনগণের উপস্থিতিতে তা দ্রুত ঘোষণা করা হবে, যা দেশের বৃহত্তম স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং সামগ্রিক সমাধান খুঁজে বের করতে চায়, যাতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply