বার্তা ডেস্ক :: বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
(২৩ ফেব্রুয়ারি) রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া, ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি আমেনা বেগম, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস আমিন।
চারটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ডিআইজি মো. আজাদ মিয়া, ডিআইজি আমেনা বেগম, ডিআইজি মো. নিশারুল আরিফ, ডিআইজি মো. আব্দুল কুদ্দুস আমিনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
Leave a Reply