1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না: শামসুজ্জামান দুদু

  • আপডেটের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ ভিউ

বার্তা ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে তিনি শিক্ষার্থীদের পক্ষে। তাহলে আপনি নিরপেক্ষ নন। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার সরকারের সুনাম নষ্ট হয়ে যাবে।

(২৩ ফেব্রুয়ারি) রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় এই সমাবেশের আয়োজন করা হয়। 

শামসুজ্জামান দুদু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে এখন খারাপ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কী? যে সরকার পারে না তার একটা ভালো ইলেকশন দেওয়া উচিত। যেটা ১৬ বছরেও আওয়ামী লীগ দেয়নি। ইলেকশনে যারা জিতবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন। আর যদি বিএনপি না জিতে, তাহলে অন্য দলকে ক্ষমতা দেবেন। আপত্তি নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছে তারা খুব জনপ্রিয়। ভালো কথা, ইলেকশনে আসো। তোমাদের নামে যেসব কথাবার্তা শুনি। আমরাও তো ছাত্র ছিলাম। তোমরা যে একমাত্র গণঅভ্যুত্থান করছো তা কিন্তু না, বিএনপিও করেছে। আপনারা রূপায়ন টাওয়ারে ২টা ফ্ল্যাট নিয়েছেন কার টাকায়? চাকরি, ব্যবসা কিছুই তো করেন না। আপনারা যে গাড়িতে চলেন, আমরাও সে গাড়িতে উঠি না।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না, বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, যে কোনো পরিস্থিতিতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দেবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না। যে দলের নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম খালেদা জিয়া, সেই দলকে কীভাবে রুখবেন? দলের ভেতরে টানাটানি থাকতেই পারে, কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। আরও বেশি কাছাকাছি হতে হবে।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে যে সরকার হবে সেটা হলো বেগম জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ও জনতার সরকার। এই বছর নির্বাচন হবে, এই বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এই বছরই ধানের শীষ জয় লাভ করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com