হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের পাশের সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসা জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আজমিরীগঞ্জে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বেশ কয়েকদিন ধরেই স্ট্যান্ড দখল নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছিল শ্রমিকদের মধ্যে। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের শ্রমিক তাকবির মিয়া গংদের সঙ্গে ১নং সদর ইউনিয়নের উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া ও পাশের ইউনিয়নের শিবপাশা গ্রামের আলী নুর মিয়ার মধ্যে বিরোধ রয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আহ্বায়ক মোহন মিয়ার লোকজন ট্রলিযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্ট্যান্ড দখল করতে এলে তাকবির মিয়ার লোকজনের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। সংঘর্ষ চলাকালীন দুটি ডিজেলচালিত ট্রলি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী টহলে রয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ইমদাদুল হাসান জানান, সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিকদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply