স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতেরা আড়াই ভরি স্বর্ণালংকার, ১৫/২০ হাজার টাকা, ৬ টি মোবাইল ফোন ও কিছু কাপর নিয়ে গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমেদপুর গ্রামের শাহ্ সামাদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। শাহ্ সামাদুর রহমান ওই গ্রামের মৃত শাহ্ রফিকুল ইসলাম রফি মিয়ার ছেলে।
https://websites.co.in/refer/168184
শাহ্ সামাদুর রহমান জানান, রবিবার রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। তাৎক্ষণিক ঘুম থেকে উঠে দরজার সামনে গিয়ে দেখেন দরজার সাইট দিয়ে শাবুল ঢুকিয়ে ভাঙার চেষ্টা করছে তখন তিনি শাবুলে ধরে বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা দরজা ভেঙে পেলে। তখন ডাকাতরা তার হাতে আঘাত করে ১০/১২ জন ভিতরে প্রবেশ করে, তাদের পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ বেঁধে একটি রুমে আটকে রাখে। এরপর ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির পাঁচটি কক্ষের সবগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও কিছু কাপর নিয়ে যায়। ডাকাতদলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কথা বলতে নিষেধ করে যায়। বাড়িটির বারান্দার গ্রিলের ভেতরে তালা দেওয়া ছিল। ডাকাতেরা সেই তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর শাবুল দিয়ে কাঠের তৈরি দরজাটি ভেঙে ফেলে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ নিয়ে গিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply