হবিগঞ্জে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে টিকটক থেকে পরিচয় ও প্রেমের সম্পর্কের পরিনতিতে ১৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে টিকটক করতে গিয়ে ওই শিশুর সাথে সম্প্রতি পরিচয় হয় ধর্ষক শারফাদ মিয়ার (২১)। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে।
জানা যায়, শারফাদ মিয়া ওই শিশুকে বিয়ের প্রলোভন দেখালে গত ২৩ ফেব্রুয়ারী ওই শিশু পরিবারের সবার অগোচরে শারফাদের সাথে চলে যায়। এসময় শারফাদ ওই শিশুকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করে তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়িতে যায়। সবকিছু জেনে শারফাদের পরিবার ওই শিশুটিকে শারফাদের স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকার করে। গতকাল ওই শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজনের কাছে সব ঘটনা খুলে বলে।
https://websites.co.in/refer/168184
এ ব্যাপারে শিশুটির টিতা হাবিব মিয়া শারফাদ সহ ৩ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ২৬ ফেব্রুয়ারী মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আসামীদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সুত্রঃ দৈনিক জৈন্তা বার্তা
Leave a Reply