1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

পরগাছা, উকুন বলে ধুয়ে দিলেন পরীমণি, নিশানায় অপু বিশ্বাস!

  • আপডেটের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৯ ভিউ

বিনোদন ডেস্ক।। মাসখানে আগের কথা, ফেসবুকে ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। পরীর অভিযোগ ছিল, তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলী। জবাবে বুবলী দাবি করেন, তিনি কাউকে কপি করেননি।দুই নায়িকার সেই কথার লড়াইয়ে যোগ দেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে বেশ কয়েকটি মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষেপে যান পরীমণি। একটা সময়ে দুই নায়িকার দ্বন্দ্ব গিয়ে এমন পরিস্থিতিতে দাঁড়ায় যে, দুজনে একে অন্যের চেহারা দেখাও বন্ধ করে দেন।

 

স্বাভাবিকভাবেই বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমণিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি। তবে অপুকে নিয়ে তখনও সন্দিহান ছিলেন পরীমণি।এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে।

 

অপু বিশ্বাসকে নিয়ে এমন মন্তব্যের পরে সম্প্রতি এই দুই নায়িকার সম্পর্কের সমীকরণ আবারও ভক্তদের সামনে পরিস্কার হলো। শুধু তাই নয়, একসময়ের মধুর সম্পর্ক যে বর্তমানে তিক্ততায় পরিণত হয়েছে তার আঁচ পাওয়া গেছে পরীমণির এক ফেসবুক স্ট্যাটাসে। যেখানে অপুর নাম না নিয়েই পরোক্ষভাবে এই নায়িকাকে তুলোধুনো করে মন্তব্য করেছেন তিনি।

 

শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..।

এরপর অভিনেত্রী লেখেন, ‘অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো।’

অনেকেই ভাবতে পারেন, এখানে তো কোথাও অপু বিশ্বাসের নাম নেই। তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরন করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন।

 

কারণ অপু বিশ্বাস গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’।

 

পরীমণির স্ট্যাটাসে অপুর সেই ঘোষণাই ব্যঙ্গাত্মক করতে দেখা গেছে। শুধু তাই নয়, অপু বিশ্বাসের ফেসবুক পেইজ, অ্যাকাউন্টে বিভিন্ন রিলস, ভিডিও প্রকাশ পায়। পরীমণির স্ট্যাটাসের নিশানায় সেসবও ছিল।

 

যে কারণে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।

 

যদিও দুজনের ভালো সম্পর্ক হঠাৎই কেন খারাপ হয়ে গেল, সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছেন ভক্তরা। অনেকেই বলছেন, নিজেদের কাজ নিয়েই অপু-পরী একজন অন্যজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। আর সেখান থেকেই বরাবরের মতো পরীমণি ছেড়ে কথা বলেননি অপু বিশ্বাসকে।

 

https://websites.co.in/refer/168184

 

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com