1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

খোলসবন্দি ভিনি-এমবাপে, হেরে তিনে নামলো রিয়াল

  • আপডেটের সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩১ ভিউ

স্পোর্টস ডেস্ক।। প্রতিপক্ষ রিয়াল বেটিসের মাঠে একেবারে ছন্নছাড়া একটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণভাগে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ভিনিসিয়ুস-এমবাপেদের। তাদের খোলসবন্দী দিনে লস ব্লাঙ্কোসরাও তিক্ত হারের স্বাদ পেয়েছে। প্রথমে লিড নিলেও বেটিসের কাছে তারা হেরেছে ২-১ গোলে।

গতকাল (শনিবার) রাতে বেটিসের মাঠে লা লিগার ম্যাচটি খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। মাত্র ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ তাদের এগিয়ে দেওয়ার পর জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল।

 

দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রিয়ালের জার্সিতে লা লিগায় অনুপস্থিত জ্যুড বেলিংহ্যাম। তবুও তারকায় সমৃদ্ধ রিয়াল ধারহীন ছিল ম্যাচের শুরু থেকেই। এরপরই অবশ্য কিলিয়ান এমবাপে পাল্টা আক্রমণে উঠে মেন্ডি হয়ে বল পান দিয়াজ। মরক্কান তারকা এক স্পর্শেই দশম মিনিটে লিড এনে দেন রিয়ালকে। এরপর স্বাগতিকরা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে। তারই জের ধরে ৩৪ মিনিটে কর্নার থেকে জোরালো হেডে কারদোসো বল জালে জড়িয়ে সমতায় ফেরার উৎসবে মাতেন।

বিরতির পর স্বাগতিক বেটিস আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। তাদের স্প্যানিশ মিডফিল্ডার জেসুস রদ্রিগেজ ডি-বক্সে ঢুকে পড়লে ঝুঁকি এড়াতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন অ্যান্টনিও রুডিগার। রিয়ালের জার্মান ডিফেন্ডার উল্টো দলকেই বিপদে ফেলে দেন। রেফারি পেনাল্টি দেওয়ার পর ইসকো স্পট কিকে গোল ব্যবধান ২-১ পরিণত করেন। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত রিয়ালের খেলা এই স্প্যানিশ তারকা বেশ উদযাপনও করেছেন গোলের পর। তবে পরে ম্যাচ শেষে এর জন্য ইসকো ক্ষমা চেয়েছেন।

পিছিয়ে পড়ার পর লম্বা সময় পেলেও ম্যাচে আর ফিরতে পারেনি রিয়াল। এমনকি জোরালো কোনো সম্ভাবনাও জাগাতে পারেননি ভিনি-এমবাপেদের মতো তারকারা। অতীতে রিয়াল অনেকবারই ঘুরে দাঁড়ানোর গল্প লিখলেও, এদিন ছিল হতশ্রী খেলার মহড়ায়। ১৫ মিনিট বাকি থাকতে বদলি নামা এন্ড্রিক ফেলিপে অবশ্য ভালো একটি সুযোগ পেয়েছিলেন। তবে ব্রাজিলিয়ান এই তরুণ বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যের ধারেকাছেও রাখতে পারেননি।

https://websites.co.in/refer/168184

এই ম্যাচ হেরে লা লিগায় বেশ ভালো ধাক্কাই খেয়েছে রিয়াল। তিনে নেমে যাওয়া কার্লো অ্যানচেলত্তির দলের ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। এ ছাড়া এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা দুইয়ে আছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com