ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ অস্কারে সেরা নির্মাতার পুরস্কার জিতলেন শন বেকার। গত বছর মুক্তি পাওয়া বহুল প্রশংসিত সিনেমা ‘আনোরা’র জন্য এই পুরস্কার পেলেন ৫৪ বছর বয়সী মার্কিন নির্মাতা। আজ সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। সেখানেই এ পুরস্কার ঘোষণা করা হয়।পুরস্কার জিতে শন বেকার আবারও প্রেক্ষাগৃহের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা কোথায় সিনেমার প্রেমে পড়ি? অবশ্যই প্রেক্ষাগৃহে।’কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়েন। দুজন বিয়ে করেন, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেন না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাঁদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ, সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না।অনেক দিন ধরেই যৌনকর্মী ও পর্নো তারকাদের নিয়ে গবেষণা করেছেন শন বেকার। তাঁর সিনেমায় তাই বারবার উঠে আসে যৌনকর্মীদের গল্প; নির্মাতার আগের দুই সিনেমা ‘ট্যাঙ্গারিন’, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ দেখা দর্শকের তা ভালোই জানার কথা।
Leave a Reply