1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

জামিনে মুক্তি পেলেন সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪০ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর। এর আগে গত ১৮ ডিসেম্বর-২৪ গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (৬ মার্চ) মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ। সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থিরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি। গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থিরা সাদপন্থিদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন অপরদিকে সাদপন্থিরা জুবায়েরন্থিদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যে মামলা পিবিআই তে তদন্ত আছে, এই মামলায় সাদপন্থি চারজন গ্রেপ্তার হলেও জোবায়েরপন্থিদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com