ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ রাঙামাটির কাউখালী উপজেলা সদরের বেতছড়ি এলাকা থেকে অবৈধ ভারতীয় সিগারেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে বেতছড়ির একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৩২ লাখ টাকা বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫), উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মাহমুদ (৪০) ও বাড়ির মালিক মো. শামসুদ্দিপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা সদরের বেতছড়ির মো. শামসুদ্দিনের বাড়িতে অভিযান চালান। তাঁর বাড়ি থেকে ৩১ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট পাওয়া যায়। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজন বিএনপির রাজানীতিতে যুক্ত। তবে অবৈধ সিগারেট ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেকাউখালী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভারতীয় সিগারেট জব্দের ঘটনায় কাউখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।।ন।
Leave a Reply